• anjumannetrakona@ymail.com
  • 01727534597

সভাপতির বার্তা

Chairman, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা

প্রধান শিক্ষকের বার্তা

আকলিমা খাতুন

Headmaster, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শত বছরের অধিক সময় ধরে শিক্ষায় সেবা দান করা একটি প্রতিষ্ঠান। স্বপ্নবাজ, সৃজনশীল কতিপয় ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমশ এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা, মেধা, মনন, সুপ্ত প্রতিভা বিকশিত করে দক্ষ জনশক্তি এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সর্বোচ্চ যোগ্যতা ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীমান্তবর্তী নেত্রকোণা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটি হতে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পড়াশোনা করে বের হয়ে আজ সমাজ সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলীতে নিজ নিজ প্রতিভার বিকাশ ঘটিয়ে জেলায় সুনাম ছড়িয়ে দিচ্ছে। মানসম্মত শিক্ষা দানের লক্ষ্যে বিদ্যালয়ে রয়েছে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, সুদক্ষ স্কাউট দল, বিএনসিসি দল, রেড ক্রিসেন্ট দল, ক্ষুদে ডাক্তার টিম। জাতীয় দিবসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, শিশু একাডেমি, গণগ্রন্থাগার, বৃক্ষ মেলা, মাদক বিরোধী প্রচারণা, বিজ্ঞান মেলা ও প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি, এসএসসি, বৃত্তি পরীক্ষায় পূর্ব হতে জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটে অধ্যয়ণ করছে। বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখার নিমিত্তে আমিসহ আমার সকল শিক্ষক কর্মচারী নিরলস চেষ্টা করে যাচ্ছি। ওয়েবসাইট চালু করে বিদ্যালয়কে ইনফরমেশন হাইওয়েতে উঠে বিদ্যালয় চলার পথ মসৃণ করতে নির্দেশনা দিয়ে সহযোগিতা করার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমাজের সুধীজনদের কাছে দোয়া চেয়ে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের ইতিহাস

আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার অন্যতম একটি উচ্চ বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নেত্রকোণার সাক্ষর বহন করছে। বিদ্যালয়টি শতবর্ষী। ১৯১৪ সালে এলাহী নেওয়াজ খান নামে এক ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পাঠ্যক্রমঃ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। ২০২৩শিক্ষা বর্ষে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা ১১৭৯ জন। বিদ্যালয়ের কার্যক্রম দুটি শিফটে বিভক্ত —প্রভাতী ও দিবা। ৫টি শ্রেণির প্রতিটিতে ২৪০জন ছাত্রের অধ্যায়ন করে। অর্থাৎ একটি শ্রেনির প্রত্যেকটি শিফটে ১২০জন ছাত্র থাকে। এছাড়াও বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ক্লাসঃ বিদ্যালয়ে মূলত ৫টি শ্রেণিতে পাঠদান করা হলেও যারা একই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য পাঠগ্রহনের সুব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের পাঠদানের মান জেলা তথা বিভাগের মধ্য শীর্ষস্থানীয়। তাই প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই বিদ্যালয় ভালো ফল অর্জন করে। সহ-পাঠক্রম সংক্রান্ত কার্যক্রমঃ বিতর্ক প্রতিযোগিতা বক্তৃতা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ক্বিরাত প্রতিযোগিতা বিজ্ঞান মেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক পিকনিক বার্ষিক ভ্রমণ বার্ষিক ফুটবল টুর্নামেন্ট বার্ষিক বাস্কেটবল টুর্নামেন্ট বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট সংগীত প্রতিযোগিতা.

আরও পড়ুন

ছাত্র-ছাত্রী কর্ণার

JSC
HSC

SSC

VIDEO GALLERY

Watch our latest video

Apply Now

ফটো গ্যালারি

এখানে আপনি আমাদের স্কুল সম্পর্কে কিছু পরিসংখ্যান পর্যালোচনা করতে পারেন

50

Teachers

10

Staff

9

Classes

2150

Students