Latest Update
আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শত বছরের অধিক সময় ধরে শিক্ষায় সেবা দান করা একটি প্রতিষ্ঠান। স্বপ্নবাজ, সৃজনশীল কতিপয় ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রমশ এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা, মেধা, মনন, সুপ্ত প্রতিভা বিকশিত করে দক্ষ জনশক্তি এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সর্বোচ্চ যোগ্যতা ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সীমান্তবর্তী নেত্রকোণা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিষ্ঠানটি হতে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পড়াশোনা করে বের হয়ে আজ সমাজ সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলীতে নিজ নিজ প্রতিভার বিকাশ ঘটিয়ে জেলায় সুনাম ছড়িয়ে দিচ্ছে। মানসম্মত শিক্ষা দানের লক্ষ্যে বিদ্যালয়ে রয়েছে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিতর্ক ক্লাব, বিজ্ঞান ক্লাব, সুদক্ষ স্কাউট দল, বিএনসিসি দল, রেড ক্রিসেন্ট দল, ক্ষুদে ডাক্তার টিম। জাতীয় দিবসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, শিশু একাডেমি, গণগ্রন্থাগার, বৃক্ষ মেলা, মাদক বিরোধী প্রচারণা, বিজ্ঞান মেলা ও প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি, এসএসসি, বৃত্তি পরীক্ষায় পূর্ব হতে জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটে অধ্যয়ণ করছে। বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখার নিমিত্তে আমিসহ আমার সকল শিক্ষক কর্মচারী নিরলস চেষ্টা করে যাচ্ছি। ওয়েবসাইট চালু করে বিদ্যালয়কে ইনফরমেশন হাইওয়েতে উঠে বিদ্যালয় চলার পথ মসৃণ করতে নির্দেশনা দিয়ে সহযোগিতা করার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমাজের সুধীজনদের কাছে দোয়া চেয়ে সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।